Adolf Hitlar
হিটলার প্রথম বিশ্বযুদ্ধের পরাজয়ের স্মৃতিকে ঘৃণা প্রতিহিংসা জাগাতে ব্যবহার করেছিলেন। উপমহাদেশের সাম্প্রদায়িকতাবাদীদেরও হাতিয়ার হলো খণ্ডিত ইতিহাস আর বাছাই করা স্মৃতি। স্মৃতিকে প্রতিহিংসার জন্য চাঙা রাখার ফল অশুভই হয়।