The Crystal Door (অনুবাদ)। বইটার লেখক কিংস কলেজের (বিলেত) একজন বিখ্যাত সাইকিয়াট্রিস- James Haular. তিনি এই বইটিতে বললেন- মানুষের মনের কিছু দরজা আছে যা সহজে খোলে না। মানুষ যদি কোন কারণে ভয়ঙ্কার কোন চাপের মুখোমুখি হয় তখনি দরজা খুলে যায়। তিনি এই দরজার নাম দিয়েছেন Crystal Door. জেমস হাউলার বলেছেন- এই স্ফটিক দরজার সন্ধান বেশির ভাগ মানুষ সমগ্র জীবনে কখনো পায় না। কারন বেশির ভাগ মানুষকে তীব্র ভয়াবহ মানসিক চাপের মুখোমুখি হতে হয় না। তিনি মনে করেন মানুষের কাছে দু’ধরনের বাস্তব আছে। একটি দৃশ্যমান জগতের বাস্তবতা, আরেকটি অদৃশ্য জগতের বাস্তবতা। স্বপ্ন হচ্ছে সে রকম একটি অদৃশ্য জগত এবং সেই জগতও দৃশ্যমান জগতের মতই বাস্তব। স্ফটিক দরজা বা Crystal Door হলো অদৃশ্য বাস্তবতার জগতে যাবার একমাত্র দরজা।--নিভৃত