পূর্ব বাংলায় পাকিস্তানের মৃত্যু না হলে বাংলাদেশ প্রতিষ্ঠিত হতো না। যে বঙ্গীয় মুসলমানের আন্দোলন ভোটের ভিত্তিতে পাকিস্তানের জন্ম, তাদের বঞ্চিত করা হত্যাই ছিল পাকিস্তানের আত্মঘাত। এর ৪৪ বছর পর বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলিয়ে, আদালতে শাস্তিপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের পক্ষে দাঁড়িয়ে পাকিস্তান কেবল বাংলাদেশের পুরোনো ক্ষতকে আরও বিষাক্ত করছে না, নিজের ঘাকেও আরও পচাচ্ছে। ১৯৭১ সালে তাই পাকিস্তানের একটি অংশেরই মৃত্যু ঘটেনি, পাকিস্তান হয়ে পড়েছিল গণহত্যার দায়ে দাগি রাষ্ট্র। এই দায় তাদের নিতেই হবে এবং স্বদেশি জনগণ বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাইতেই হবে।