নারী তুমি আসলে কি?
.
মেয়ে তুমিই পারো একটা অগোছালো ছেলের জীবন গুছিয়ে তুলতে,
আবার তুমিই পারো, একটা গোছানো ছেলের জীবন অগোছালো করে দিতে।
.
মেয়ে তুমিই পারো, দুজন ভালো বন্ধুর সম্পর্ক ভেঙে দিতে।
আবার তুমিই পারো, সুন্দর প্রণয়ের সম্পর্ক গড়তে।
.
মেয়ে তুমিই পারো, সংসারে শান্তি আনতে,
আবার তুমিই পারো, শান্তি নষ্ট করতে।
.
মেয়ে তুমিই পারো, ছলনাময়ী, স্বার্থপর হতে,
আবার তুমিই পারো, প্রিয়মানুষটির জন্য সবকিছু ত্যাগ করতে।
.
মেয়ে তুমিই পারো, মন থেকে ভালবাসতে,
আবার তুমিই পারো, টাইম পাস করতে।
.
মেয়ে তুমিই পারো, রাতপরী হয়ে নিষিদ্ধ গলিতে হাঁটতে।
আবার তুমিই পারো, মাদার তেরেসার মত মহীয়সী নারী হতে।
.
মেয়ে তুমিই পারো, নীরবে হাজারো কষ্ট সহ্য করতে,
আবার তুমিই পারো, বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ করতে।
.
মেয়ে তুমিই পারো, দায়িত্বহীনটার পরিচয় দিতে।
আবার তুমিই পারো, সবকিছুর দায়ভার নিয়ে দেশনেত্রী হতে।
.
মেয়ে তুমিই পারো, নিষ্ঠুর-মমতাহীনের মত আচরণ করতে,
আবার তুমিই পারো, অতুলনীয় মমতায় পরিপূর্ণ জননী হতে।