বিবেক-আবেগ, অনুভূতি-অনুভবে, চিন্তা-চেতনায় মানবতাবোধে বিশ্বাসী। ব্যক্তির বাক-স্বাধীনতায় বিশ্বাস করি। স্বপ্ন লালন করি, স্বপ্নে নিমিষেই বহু দিগন্তে পাড়ি জমাই। স্বপ্নে বিভোর হয়ে বাস্তবকে উপভোগ করি। হাজার বছরের বাঙালিয়ানা এবং বাংলার প্রকৃতিই প্রেরণা । ভালবাসা আমার প্রানের বাধন, সবার জীবন। সত্যের সন্ধানে দান্ধিক হবো। যে যখন যেভাবে আত্মতৃপ্তি পায় আমার কাছে সেটাই জীবন; সফলতা একটা মিথ; বাস্তবে এর কোন অস্তিত্ব নেই।সমাজ তার নিজের প্রয়োজনে যাকে যখন যেভাবে দরকার সেভা্বেই গ্রহণ করে। আমরা ভিনগ্রহী নই, এ সমাজেই আমাদের উৎপত্তি/জন্ম।