ছাই চাপা আগুন।

একটু খানি হলেও জ্বলে উঠুক আমাদের মানবিকতা। 

মন ও মননের স্পষ্ট দলীয় বিভাজন, ফরমালিন, নদী ও নারী দুষন।
শিক্ষা ও সংস্কৃতির অন্তসার শুন্য দুষিত স্বল্প বসন।

দ্রোহ বা বিদ্রোহ নয়। জঙ্গীবাদ নয়। ঘৃনায় নয়।
ছাইচাপা আগুন জ্বলে উঠুক কর্মের লেলিহান শিখায়।