ঘোর

ঝড়া পাতা উড়ে চলে শেষ বিকেলের বিষন্ন বাতাসে
সন্ধ্যা ঘনিয়ে আসে, আসে রাত
ভোরটা অনেকের দেখা হয় না।
কিছু না বলা ক্ষত বিক্ষত স্মৃতি আর স্বপ্ন আগলে রেখেই
কেউ কেউ একটা জীবন বে-হিসেবি কাটিয়ে দেয়।

কেউ কেউ জন্ম থেকেই ঘোরের মধ্যে আছে
অনেকের ঘোর কেটেও যায়
কেউ কেউ ঘোরের মধ্যে জীবন কাটাতে চায়
ঘোরে আছে কি নেই তাও সে জানে না।।

ঘোরের সে রাতে
কেটেছে সময় হাত রেখে হাতে
ঘোরে পড়ার সময় এসেছে।।

--নিভৃত