সম্প্রতি আতঙ্কে অস্থির হয়ে যাবার মত ব্যাপার ঘটে যাচ্ছে। সেদিন রাতে সারিবদ্ধ মুর্দার পাহারায় নিয়জিত হলাম, হঠাৎ মাথাবিহিন বিশাল দেহী এক মুর্দার এসে জিজ্ঞাসা করল তুই কে? এবং বীভৎস চেহারার সকল মুর্দার চারপাশ ঘিরে হুমকি দিচ্ছে যেন এখান থেকে না নড়ি। বাহ! পাহারায় এসে নিজেই বন্ধি। বুঝতে পারছি না কি করা উচিত 'আপোষ না লড়াই'। ইদানিং আর একটি অদ্ভুত ঘটনার মদ্ধে পড়ে আছি- নিজের নাম মনে করতে পারছি না, বাসার ঠিকানা জানি না। কোথায়, কতক্ষণ আছি তাও মনে করতে পারছি না। ঘুমিয়ে আছি, নাকি জেগে আছি সর্বোপরি নিজেকে খুজে পাচ্ছি না।... তবে চিন্তাশক্তি কাজ করায় কিছুটা আশ্বস্ত হয়েছি। নিশ্চিত পাগল হইনি।...। পারব কি এ যুদ্ধে জয়ী হতে??????