কোনো এক গ্রীষ্মের তপ্ত নিশিতে
ছটফট করেছিলাম ঘুমের দাবীতে,
আমার এই কষ্টে ব্যাথিত হয়ে
হিমেল ফ্যানটিকে দিয়েছিলে উপশমে।
আজ তুমি নেই আমার পাশে
তোমার এই স্মৃতি নিভৃতে কাঁদে,
ভাষাহীন যন্ত্রটি শো শো শব্দে
তোমারই দেওয়া পাহাড়সম কষ্ট লাগবে।
যখনি সুইচে হাতবুলায়
তোমারও প্রচ্ছন্ন ছোঁয়া পায়,
হয়তো কোনো কোনো ক্লান্ত বিকেলে
তুমিও ওখানে হাত রেখেছিলে।
যখনি তোমাকে বেশি মনে পরে
নয়নজ্বলে তাকায়ে তার পানে,
দীর্ঘশ্বাস মিলিয়ে দেই তারই বাতাসে
ভাষাহীন ভাবের আদান-প্রদানে।


                       
                  ----ভ্রান্ত পথিক