জীবন আসলে কেমন? একটি মানুষ যখন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রহর গুনে তখন তার কাছে পরের দিন ভোরে ঘুম থেকে উঠাই এক অপার বিস্ময়! কেউ যখন ধূ ধূ মরুভূমিতে পানির অভাবে তৃষ্ণার্ত হয়; তার কাছে এক ফোটা পানিই জীবন! একজন ভিক্ষুকের সারাদিনের নিরন্তর প্রচেষ্টা; রাতে পেটপুরে ভাত খাবে বলে, এটাই তার কাছে জীবন! কী হবে এত জৌলুস দিয়ে; যেখানে সত্যের বা সততার লেশমাত্র নেই। যেখানে আছে বহু মানুষের বিভিন্নভাবে নিস্পেষিত হওয়ার আর্তনাদ। সফলতা একটা মিথ; বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই। যে যখন যেভাবে আত্মতৃপ্তি পায় এটাই তার জীবন; এটাই তার সফলতা। একজন খুব বড় প্রজাতন্ত্রের কর্মকর্তা কিংবা কেউ ডাক্তার অথবা বড় কোনো পদবী পেল; অন্য কেউ পারলনা, তার অর্থ এই নয় যে কেউ সফল কেউ ব্যর্থ। সমাজ তার নিজের প্রয়োজনে যাকে যখন যেভাবে দরকার সেভাবেই গ্রহণ করে।
-----নীল আব