ভোরে প্রকৃতির দিকে তাকালে আনন্দ আসবেই। কানে যা শুনবে, চোখে যা দেখবে মনে হবে সব যেন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে যেন সমুদ্রের মত। একবার ইন্টারেস্ট পেলে সাঁতার না কেতে উপায় নেই।
Posted by: গহীনে দোলা
আমাদের বিবেক-আবেগ, অনুভূতি-অনুভবে, চিন্তা-চেতনায় মানবতাবোধে বিশ্বাসী। আমরা ব্যক্তির বাক-স্বাধীনতায় বিশ্বাস করি। আমরা স্বপ্ন লালন করি, স্বপ্নে নিমিষেই বহু দিগন্তে পাড়ি জমাই। স্বপ্নে বিভোর হয়ে বাস্তবকে উপভোগ করি। হাজার বছরের বাঙালিয়ানা এবং বাংলার প্রকৃতিই আমাদের প্রেরণা । ভালবাসা আমাদের প্রানের বাধন, সবার জীবন। আমরা সত্যের সন্ধানে দান্ধিক হবো। যে যখন যেভাবে আত্মতৃপ্তি পায় আমাদের কাছে সেটাই জীবন; সফলতা একটা মিথ; বাস্তবে এর কোন অস্তিত্ব নেই।সমাজ তার নিজের প্রয়োজনে যাকে যখন যেভাবে দরকার সেভা্বেই গ্রহণ করে। আমরা ভিনগ্রহী নই, এ সমাজেই আমাদের উৎপত্তি/জন্ম।
0 Comments
Post a Comment