বিদ্রোহী ক্রিশ্চিয়ানের নেতৃত্বে একদল যুবক জাহাজ এইচ.এম. এস বাউন্টি দখলে নিয়ে ঘোষণা করলো ক্যাপ্টেন ব্লাই এবং তার অনুগতদেরকে নামিয়ে দেয়া হবে জাহাজ থেকে। ব্লাই এবং তার অনুগতদের একটা সুযোগ দিতে চায় ক্রিশ্চিয়ান- দেশে ফেরার সুযোগ। তাই চিরদিনের জন্য কোন দ্বীপে না নামিয়ে জাহাজে থাকা নৌকার মত একটা লঞ্চে  ক্যাপ্টেনসহ 19জনকে নামিয়ে দিল। লঞ্চটা ভাসানো হয়ে গেছে সাগরে। দেখতে দেখতে জাহাজ বাউন্টি দূরে চলে যেতে যেতে হারিয়ে গেল দিগন্তরেখায়। সব শব্দ মিলিয়ে গেল। লঞ্চিটিকে বিশাল বিপুল নৈঃশব্দ ঘিরে রেখেছে। দাঁড় টানার মৃদু ক্যাচঁকুঁচ শব্দ আর জলে দাঁড় পড়ার ছপাৎ-ছল ছাড়া আর কোন আওয়াজ নাই চরাচরে। শুরু হলো সাগরের বিরুদ্ধে সংগ্রাম। দুরন্ত সাগর উনিশ জন মানুষকে মিশিয়ে দিতে চাইল নৌকার খোলের সঙ্গে। সীমিত খাবার, পানীয়, জঙ্গলী, দয়া-মায়াহীন সাগর, প্রতিকুল আবহাওয়া সবকিছু ম্যানেজ করে ক্যাপ্টেন ব্লাইয়ের নেতৃত্বে উনিশ জন নাবিক পারবে কি বারশ মাইল অতিক্রম করে দেশে ফিরতে? বইয়ের প্রতিটি পাতায় রয়েছে গা-ছমছমে রহস্য।  বইটির পিডিএফ লিংক-

http://www.mediafire.com/file/oq8kv5pa2ijuyxk/Men_Against_The_Sea.pdf/file