রীণা, সঙ্কর, অজাতশত্রু, শীখা, বাসুদেব এবং এসএপি শবর দাস গুপ্ত চরিত্রের সমন্বয়ে একটি হৃদয়ঘটিত উপন্যাস।

অহংকারী বাসুদেব নিজেকে ছাড়া আর কাউকে ভালবাসেননি। কখনও মাথা ঘামাননি অন্যের দুঃখ-অভিমান, ব্যথা-বেদনা নিয়ে। স্ত্রী শিখা মানুষটার কাছ থেকে মনে মনে দূরে সরে গিয়েছে। ছেলেমেয়েরা তাকে ঘেন্না করে। তা জেনেও তিনি নির্বিকার। তাঁর জীবন যাপনের রন্ধ্রে রন্ধ্রে স্বার্থপরতা ও স্বেচ্ছাচার। পরনারীর প্রতি আসক্তিতে তিনি এতটাই বেপরোয়া যে, রীণা নামে এক বিবাহিতা নারীর গর্ভে তার একটি অবৈধ সন্তানের জন্ম হয়েছে। ছেষট্টি বছর পর্যন্ত জীবনকে চালিয়ে নিয়ে এসেছেন বুনো ঘোড়ার মতো। ওই অহংকারই তাঁকে প্ররোচিত করল এক হঠকারিতায়। আটতলার সিঁড়িতে দাঁড়িয়ে তিনি শুনতে পেলেন দূরাগত দামামার মতো এক পদশব্দ। কার পায়ের শব্দ? অহং-এর নাকি মৃত্যুর? এ উপন্যাসে তারই নিবিড় অনুসন্ধান।

পিডিএফ লিংক
http://www.mediafire.com/file/2drbzw68tm15e0o/SBB-2019-banglabook.org.pdf/file