একাকী নিভৃতে থাকতে চাওয়া মানে সবাইকে ভুলে যাওয়া নয়। বরং সবাইকে গভীরতর উপলব্ধি করা। এটা ঠিক নয় যে একাকী সময় কাটাতে কোন নির্জনে বা সংসার ত্যাগ করতে হবে। সবই চলমান অবস্থায় নিজের ভিতর ক্ষণে ক্ষণে ডুব দেয়া যায়। এতে মনটা সুস্থ্য থাকবে,সময়টা ভাল কাটবে। বন্ধ, পরিবার ও স্বজনদের মধ্যে সবাই কাছের মনে করবে। একাকী থাকতে বহুদুরে বা জনহীন কোন রাজ্যে যাওয়ার দরকার পড়ে না এবং বন্ধু ও ভালবাসার মানুষটির সঙ্গ ত্যাগ করতে হয় না। একাকীত্ব উপভোগ্য হোক।