মহাদেব সাহা (জন্ম 5 আগষ্ট, 1944ইং সালে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন) বাংলাদেশের একজন অন্যতম প্রধান কবি। তার সৃষ্টি প্রেমের গীতিকবিতার জন্য পাঠকের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয়। তিনি দীর্ঘকাল দৈনিক ইত্তেফাক পত্রিকায় সাংবাদিক হিসেবে যুক্ত ছিলেন। 2016ইং থেকে তিনি কানাডা প্রবাসী।


কে চায় তোমাকে পেলে সব তো আমারই স্বপ্ন
ভূদৃশ্যের বর্ণনা ভালোবাসা আমি তোমার জন্য
ভালো আছি বলি কিন্তু ভালো নেই ইচ্ছা
কবিতা বাঁচে ভালোবাসায় এক কোটি বছর তোমাকে দেখি না
আর কোনোদিন হইনি এমন মর্মাহত তোমাকে ভুলতে চেয়ে আরো বেশী ভালোবেসে ফেলি
চিঠি দিও সেসব কিছুই আর মনে নেই