লা মিজারেবল - ভিক্টর হুগো

লা মিজারেবল উপন্যাসটিতে ‘জা ভালজা’ এমন এক বিবর্তনধর্মী চরিত্র যা বিশ্বসাহিত্যে বিরল। উনিশ শতকের ফ্রান্সের সাম্রাজ্যতন্ত্র ও প্রজাতন্ত্রের অধীনে সমাজের নিচের তলার সে সব মানুষের জীবনের এক সকরুণ জীবন চিত্র এঁকেছেন। যারা দুঃখ দৈন্যের অভিশাপে বিকৃত। জা ভালজা জীবনের চারটি গুরুত্বপূর্ণ সময়ে এমন চারটি চরিত্রের সংস্পর্শে আসে যারা তার জীবনের মোড় ফিরিয়ে দেয়। চারটি চরিত্র হল বিশপ মিরিয়েল, ইন্সপেক্টর জ্যাভার, ফাতিনের মেয়ে কোজেত এবং কোজেতের প্রেমিক যুবক মারিয়াস।
এ যেন কোনো উপন্যাস নয়। জীবনের জয়, পরাজয়, উত্থান পতন সুকদুক্ষ আশা আকাখ্ঙা সম্বলিত এক মহা কাব্য।
সময় হলে download link থেকে ডাউনলোড দিয়ে পিডিএফ বাংলা অনুবাদ পড়ে ফেলুন..